বিশ্ববিদ্যালয় ভর্তিবিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2019-20 প্রকাশিত হয়েছে । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য brur.ac.bd এই ওয়েব সাইটে পাওয়া যাবে ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ০৬ (ছয়) টি অনুষদের ২১ (একুশ)টি বিভাগে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রােগ্রামে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন  brur.admissionreg.net -এ আবেদন করতে হবে

বেরোবি ভর্তি টাইমলাইন
আবেদন শুরুর তারিখ : ০৩ অক্টোবর ২০১৯আবেদনের শেষ সময় : ২৫ অক্টোবর ২০১৯

ভর্তি পরীক্ষা : ১০-১৪ নভেম্বর ২০১৯

আবেদন লিংক : brur.admissionreg.net

ইউনিট পরিচিতি

ইউনিটের নাম অনুষদের নাম  ফরমের মূল্য
A ইউনিট কলা অনুষদ ৪৪০ টাকা
B  ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ ৬০৫ টাকা
C ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ৪৯৫ টাকা
D ইউনিট বিজ্ঞান অনুষদ ৪৯৫ টাকা
E ইউনিট প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ৩৮৫ টাকা
F ইউনিট জীব ও ভূবিজ্ঞান অনুষদ ৩৮৫ টাকা

আবেদনের ন্যূনতম যোগ্যতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের জন্য াবভাগ ভিত্তিক আলাদা আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ।

ইউনিট বিভাগ  নূন্যতম জিপিএ ( ৪র্থ বিষয় সহ) মোট জিপিএ
এসএসসি এইচএসসি
A Unit মানবিক 3.00 3.00 6.50
বিজ্ঞান 3.00 3.00 6.50
ব্যবসায় শিক্ষা 3.00 3.00 6.50
B Unit মানবিক 3.50 3.00 7.00
বিজ্ঞান 3.50 3.50 7.50
ব্যবসায় শিক্ষা 3.50 3.50 7.50
C Unit মানবিক 3.00 3.50 7.00
বিজ্ঞান 3.50 3.50 7.50
ব্যবসায় শিক্ষা 3.00 3.50 7.00
D Unit বিজ্ঞান 3.50 3.50 7.00
E Unit বিজ্ঞান 3.50 3.50 7.50
F Unit বিজ্ঞান 3.50 3.50 7.50
মানবিক /ব্যবসায় 3.50 3.00 7.00

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০

আবেদন লিংক PDF
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তথাপি কোনো ধরনের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। ই-মেইলঃ info@admissioncity.com অথবা এইখানে ক্লিক করুন।

মন্তব্য করুন

Back to top button